মনোজ সেন

লেখক পরিচয়:
মনোজ সেন-এর জন্ম ১৯৪০। ছেলেবেলা আর কৈশোর কলকাতার বেলেঘাটায়, বেঙ্গল কেমিকেলের ভেতরের কোয়ার্টার্সে। পড়াশোনা শুরু স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। সেখান থেকে স্কুল ফাইনাল পাশ করে প্রেসিডেন্সি কলেজে ইন্টারমিডিয়েট সায়েন্স। অতঃপর বি ই কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বি ই পাশ করে চাকরি জীবনের শুরু। প্রথম কাজ ভারী নির্মাণ সংস্থা হেড রাইটসনে, শেষ কাজ টার্নকী ইন্টারন্যাশনাল ইন্ডিয়ায় ডিরেক্টর পদে। ১৯৯৭ থেকে অবসর জীবন, মাঝে মাঝে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি।
প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৫১ সালে স্কুল ম্যাগাজিনে, সেটা ছিল কবিতা। বিই কলেজের সাহিত্য পত্রিকা ‘সাহিত্যিকা’-য় লেখালেখি করেছেন। ১৯৭২ সালে প্রথম গল্প প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা ‘রোমাঞ্চ’তে। এরপর টানা কুড়ি বছর (১৯৭২-১৯৯২) ‘রোমাঞ্চ’ পত্রিকায় রহস্য, অলৌকিক, বিজ্ঞানভিত্তিক, রূপকথা ইত্যাদি মিলিয়ে প্রায় হাজার দেড়েক পাতা ছোটো ও বড়োদের উপযোগী কাহিনি লিখেছেন। ১৯৯২ সালে ‘রোমাঞ্চ’ পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর দশ বছর লেখা বন্ধ ছিল। শ্রী শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় ও ড অনিশ দেব আবার লেখা শুরু করান ২০০১ সালে। ‘রোমাঞ্চ’ ছাড়া লিখেছেন ‘সাপ্তাহিক বর্তমান’, নবকল্লোল’, শুকতারা’, গোয়েন্দা চরিত্র দময়ন্তী দত্তগুপ্ত ও খুদে গোয়েন্দা সাগর রায় চৌধুরী-কে নিয়ে লিখেছেন অনেক কাহিনি।
সাহিত্যের অনুপ্রেরণা আগাথা ক্রিস্টি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঘোর নাস্তিক হলেও ইতিহাসের সন্ধানে পড়তে ভালোবাসেন ধর্ম সংক্রান্ত বই। এককালে ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো সব খেলাতেই ছিলেন পারদর্শী। এ ছাড়া ভালোবাসেন ক্লাসিক গান, ভ্রমণ ও আড্ডা।
২০০৮ সালে প্রথম প্রকাশিত বই কালরাত্রি-র প্রকাশক ছিলেন নিজেই। এরপর দীর্ঘ কয়েক বছরের নীরবতা কাটিয়ে ‘বুক ফার্ম’ থেকে প্রকাশিত হয়েছে তাঁর একাধিক ‘একক সংকলন’।

No comments:

Post a Comment